Header Ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তালিকা


জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তালিকায় দেশের শীর্ষ সাত কলেজের নাম উঠে এসেছে। তালিকায় রাজশাহী কলেজ রয়েছে প্রথম স্থানে। 

এরপর পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, তৃতীয় অবস্থানে রংপুর কারমাইকেল কলেজ, চতুর্থ বরিশালের বিএম কলেজ এবং পঞ্চম অবস্থানে সরকারি আজিজুল হক কলেজের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশের সব সরকারি কলেজের মধ্যে সেরা অবস্থানে রয়েছে রাজশাহী কলেজ। 

সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ, সেরা মহিলা কলেজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজের নাম রয়েছে।

দ্বিতীয় বারের মতো দেশের সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের সেরা কলেজের তালিকায় ৬৯ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে দেশ সেরা হয়েছে রাজশাহী কলেজ।

গতকাল মঙ্গলবার (০৩ অক্টোবর, ২০১৭) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত শিক্ষা সমাবেশ, রজত জয়ন্তী ও কলেজ র‍্যাংকিং এর সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

উপাচার্য হারুন অর রশিদ জানান, ‘২০১৫ সাল থেকে কলেজসমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর কলেজের বার্ষিক পারফরমেন্স র‍্যাংকিং করা শুরু করেছে তারা। এবার দ্বিতীয় বারের মতো র‍্যাংকিং করা হয়

No comments

Theme images by RBFried. Powered by Blogger.